-->

পিথাগোরাসের সময় থেকে 33 সংখ্যাটিকে একটি মাস্টার নাম্বার হিসেবে ধরা হয়।কিছু ক্যাথলিক চার্চ ও 33 সংখ্যাটিকে পবিত্র মনে করে।মনে করা হয়,পৃথিবীতে ঈশ্বরের বিভিন্ন সৃষ্টি ও বিভিন্ন বিষয়ে 33 সংখ্যাটির আধিপত্য কোনো কাকতালীয় বিষয় নয়।দেখে নেয়া যাক 33 সংখ্যাটি কীভাবে আমাদের সবজায়গায় নিজের অস্তিত্ব জানান দিচ্ছে।

 দেখুন: নিউটন বনাম আইনস্টাইন

1. মানুষের মেরুদণ্ডে 33 টি কশেরুকা থাকে।
2.Hickman Et Al প্রাণিজগৎ কে 33 টা পর্বে বিভক্ত করেন।
3. As (Arsenic) এর পারমাণবিক সংখ্যা 33।
4.1 থেকে 33 পর্যন্ত 11টি মৌলিক সংখ্যা আছে এবং 33 সংখ্যাটি 11 দ্বারা নিঃশেষে বিভাজ্য।
5.প্রথম 4টি স্বাভাবিক সংখ্যার ফ্যাক্টোরিয়ালের যোগফল 33।
6.বিজ্ঞানী নিউটনের তৈরিকৃত একটি স্কেল অনুসারে পানির স্ফুটনাংক ছিল 33° সেলসিয়াস।
7.স্কটিশ ফ্রিম্যাসনারি,একটি সিক্রেট সোসাইটির সর্বোচ্চ স্তরকে 33° বলে আখ্যা দেয়া হয়।এ স্তরে যারা উন্নীত হন তাদেরকে বলে 33° ম্যাসন,বিশ্বের অনেক নামজাদা লোক এই ফ্রিম্যাসনারির সদস্য।

8.উরুগুয়ের স্বাধীনতা যুদ্ধে একদল বীরযোদ্ধা ছিল যাদের নাম ছিল Thirty - three orientals.তারা সবাই 33° ম্যাসন ছিল।
9.ফ্রিম্যাসনারির সদর দপ্তর Washington DC এর The House of The Temple এ অবস্থিত।ওই বিল্ডিং এ 33 টা আউটার কলাম বা স্তম্ভ আছে যার প্রত্যেকটা 33 ফুট লম্বা।
10.বাইবেল অনুসারে যিশুকে 33 বছর বয়সে ক্রুশবিদ্ধ করা হয়েছিল যেখানে ইসলাম বলে,হযরত ঈসা (আ:) কে  33 বছর বয়সে চতুর্থ আসমানে তুলে নেয়া হয়েছিল। বাইবেলের জেনেসিস অধ্যায়ে ঈশ্বরের নাম 33 বার উল্লেখ করা হয়েছে।
11.AMEN একটি শব্দ যা খ্রিস্টান রা তাদের প্রার্থনার শেষে বলেন।ইংরেজি বর্ণমালার ক্রম অনুসারে, AMEN শব্দটির বর্ণগুলোর ক্রম যোগ করলে 33 হয়।( 1+13+5+14=33)
12. ইসলাম ধর্মে বলা হয় যে,জান্নাতে পুরুষের বয়স হবে 33 বছর।
13.মুসলমানেরা দোয়া পড়ার জন্য যে তসবি ব্যবহার করে তাতে 33টি করে দানা গুচ্ছাকারে থাকে।
14.হিন্দুদের ধর্মগ্রন্থে 33 জন দেবীর নাম উল্লেখ আছে।
15.বোধিসত্ত্বের 33 বার আবির্ভাব ঘটেছিল।
16.রাশান ও জর্জিয়ান বর্ণমালায় 33 টি করে বর্ণ আছে।
17.মোবাইল নম্বরের ক্ষেত্রে ফ্রান্সের কান্ট্রি কোড +33।
18.1933 সালে হিটলারের রাজনৈতিক দল ক্ষমতায় বসেছিল।
19.সংখ্যাতত্ত্বে 33 কে একটি মাস্টার নাম্বার বলা হয় যেখানে 11 এবং 22 এর পূর্ববর্তী দুটি মাস্টার নাম্বার।

অরবিট ও অরবিটালের পার্থক্য

অবস্থান্তর মৌল পর্যালোচনা ১

ইলেকট্রন বিন্যাসের ভিত্তিতে পর্যায় সারণি


-->